ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

‘বুলবুল’ মোকাবিলায় সরকার প্রস্তুত রয়েছে: নৌ-প্রতিমন্ত্রী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৮ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১৯
‘বুলবুল’ মোকাবিলায় সরকার প্রস্তুত রয়েছে: নৌ-প্রতিমন্ত্রী বক্তব্য রাখছেন খালিদ মাহমুদ চৌধুরী। ছবি: বাংলানিউজ

দিনাজপুর: নৌ-পরিবহন প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেছেন, ঘূর্ণিঝড় ‘বুলবুল’ মোকাবিলায় সরকার প্রস্তুত। বর্তমান সরকারের সক্ষমতা আছে বলেই স্বল্প সময়ের মধ্যে দুর্যোগ মোকাবিলায় সবরকম প্রস্তুতি নেওয়া হয়েছে।
 

শনিবার (০৯ নভেম্বর) বেলা ১১টায় দিনাজপুরের বিরল উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, আওয়ামী লীগ সঠিক নেতৃত্ব নিয়ে দেশ পরিচালনা করছে বলেই বিএনপির কেন্দ্রীয় পর্যায়ে পদত্যাগের হিড়িক পড়ে গেছে।

বিএনপির কেন্দ্রীয় নেতারা একে একে দল ছেড়ে চলে যাচ্ছেন।  

বিরল মহিলা কলেজ প্রাঙ্গনে আয়োজিত বর্ধিত সভায় সভাপতিত্ব করেন বিরল উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল লতিফ। বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একেএম মোস্তাফিজুর রহমান বাবু, সহ-সভাপতি সবুজার সিদ্দিক সাগর, সারোয়ারুল ইসলাম বাবলু, যুগ্ন সাধারণ সম্পাদক রমাকান্ত রায় প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫৫৯ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।