ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

ঘূর্ণিঝড় বুলবুলের দিনে জন্ম, নাম রাখা হলো বুলবুলি 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২৭ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৯
ঘূর্ণিঝড় বুলবুলের দিনে জন্ম, নাম রাখা হলো বুলবুলি  ঘূর্ণিঝড় বুলবুলের দিনে জন্ম, নাম রাখা হলো বুলবুলি 

পটুয়াখালী: বঙ্গোপসাগরে সৃষ্ট শক্তিশালী ঘূর্ণিঝড় ‘বুলবুল’ এর প্রভাবে উপকূলের ১০নম্বর মহাবিপদ সংকেতের মধ্যেই এক কন্যা সন্তানের জন্ম হয়েছে। সদ্য জন্ম নেওয়া সন্তানের নাম রাখা হয়েছে বুলবুলি আক্তার বন্যা।

শনিবার (০৯ নভেম্বর) দুপুরে আবহাওয়া অধিদপ্তরের ১০নম্বর মহাবিপদ সংকেত পাওয়ার চর অঞ্চলের মানুষ আশ্রয়ের জন্য যখন ছুটাছুটি করছিল কলাপাড়া উপজেলার নীলগঞ্জ সরকারি আবাসন প্রকল্পের ঘরে তখনই আবুল কালাম ও হুমায়রা বেগম দম্পতির সন্তান বুলবুলির জন্ম হয়।  

বুলবুলির বাবা আবুল কালাম বলেন, আবাসনের নিজ ঘরে দুপুরে আমার প্রথম সন্তান পৃথিবীতে এসেছে।

 

নীলগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাড নাসির উদ্দীন মাহমুদ জানান, বন্যা চলাকালীন সময়ে জন্ম নেওয়া কন্যা শিশুর নাম বুলবুলি আক্তার বন্যা রেখেছেন নীলগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শায়লা শহিদ। বর্তমানে নবজাতক ও তার মা প্রধান শিক্ষকিকার বাড়িতে নিরাপদে আছেন।


কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার মো. মনিবুর রহমান বাংলানিউজকে বলেন, দুপুরে নীলগঞ্জ আবাসনে এক কন্যা শিশু জন্ম নিয়েছে।  


বাংলাদেশ সময়: ০২২৭ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৯
এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।