ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

নিখোঁজের ৭ মাস পর রং মিস্ত্রির কঙ্কাল উদ্ধার, আটক ৬

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২২ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৯
নিখোঁজের ৭ মাস পর রং মিস্ত্রির কঙ্কাল উদ্ধার, আটক ৬ নিহতের পরিবারের

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জে নিখোঁজের সাত মাস পর লিটন মিয়া নামের এক রং মিস্ত্রির কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। এঘটনায় ছয় জনকে আটক করা হয়েছে। 

শনিবার (৯ নভেম্বর) বিকেলে উপজেলার চনপাড়া এলাকার সিটি গ্রুপের বালুর মাঠ থেকে কঙ্কালটি উদ্ধার করা হয়।  
পুর্বগ্রাম এলাকায় একটি ডক ইয়ার্ডের রং মিস্ত্রির শ্রমিক ছিলেন নিহত লিটন মিয়া।

লিটন চনপাড়া গ্রামের সাহেদ আলীর ছেলে।
নিহতের পরিবারের অভিযোগ, একটি প্লট নিয়ে লিটনের সঙ্গে তার শ্বশুরের পরিবারের দ্বন্দ্ব চলে আসছিল। এরই জের ধরে গত সাত মাস আগে লিটন নিখোঁজ হয়। তাদের দাবী প্লটকে কেন্দ্র করেই শশুরসহ তার লোকজন লিটনকে হত্যার পর লাশ গুম করে।  

এদিকে লিটন নিখোঁজের পর তার স্ত্রী রোকেয়া আক্তার মুন্নি বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেন।  
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান, গত সাত মাস আগে লিটন নিখোঁজ হওয়ার পর সাধারণ ডায়েরি করেন তার স্ত্রী। পরে তার সহযোগী মুসাসহ ছয় জনকে আটক করা হয়। আটকৃতরা জিজ্ঞাসাবাদে লিটন হত্যাকাণ্ডের কথা স্বীকার করে।  

পরে তাদের স্বীকারোক্তিতে চনপাড়া এলাকার সিটি গ্রুপের বালুর মাঠে বালু খুঁড়ে কঙ্কাল উদ্ধার করে পুলিশ। এঘটনায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।  

বাংলাদেশ সময়: ০৪১৯ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৯
আরকেআর/এসআই‌স

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।