ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

টংগিবাড়ীতে শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৬ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৯
টংগিবাড়ীতে শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার  মরদেহ উদ্ধার 

মুন্সিগঞ্জ: মুন্সিগঞ্জের টংগিবাড়ী উপজেলায় জাহাঙ্গীর শিকদার(৫০) নামে এক স্কুল শিক্ষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

শনিবার(৯ অক্টোবর) রাত ৮টার দিকে উপজেলার আমতলী গ্রাম থেকে মরদেহ উদ্ধার করা হয়। জাহাঙ্গীর শিকদার ব্রাহ্মনভিটা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।

তিনি সোনারং গ্রামের মোশারফ শিকদারের ছেলে।  


টংগিবাড়ী থানার উপ-পরিদর্শক মফিজুল ইসলাম বাংলানিউজকে জানান, স্থানীয়রা সোনারং গ্রামের জুলহাস শেখের বাড়ির কাঁঠাল গাছের ডালের সঙ্গে ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় মরদেহ দেখতে পান। এরপর পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়। ময়না তদন্তের জন্য মরদেহ মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।  

মৃত্যুর কারণ অনুসন্ধানে পুলিশ বিস্তারিত খতিয়ে দেখছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময় ০৬৫৮ ঘণ্টা, ১০ নভেম্বর ২০১৯
আরকেআর/এসআইএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।