ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

ওরা আশ্রয়কেন্দ্রে এসেও লেখাপড়া করছে!

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৯ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৯
ওরা আশ্রয়কেন্দ্রে এসেও লেখাপড়া করছে! আশ্রয়কেন্দ্রে এসেও শিক্ষার্থীরা পড়াশোনা করছে। ছবি: বাংলানিউজ

পিরোজপুর: ঘূর্ণিঝড় ‘বুলবুল’র প্রভাবে মুষলধারে বৃষ্টি হচ্ছে। বিদ্যুৎ নেই। তবুও বসে নেই ওরা। কারো কারো চলেছে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট ( জেডিসি) পরীক্ষা। আবার কারো কারো বার্ষিকপরীক্ষা আসন্ন। বাবা-মায়ের সঙ্গে আশ্রয় নিয়েছে স্থানীয় আশ্রয়কেন্দ্রে। সেখানে বসে বই পড়ছে ওরা।

শনিবার (৯ নভম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জেলার নাজিরপুর উপজেলার সদর ইউনিয়নের কাঁঠালিয়া কেন্দ্রে গিয়ে দেখা যায় ওই আশ্রয়কেন্দ্রের দোতলার একটি কক্ষের মেঝেতে বসে বই পড়ছে ৫ থেকে ৬ জন ছাত্রছাত্রীরা।

সেখানে থাকা সপ্তম শ্রেণির ছাত্রী তিথি রায়ের সঙ্গে কথা হলে সে বাংলানিউজকে জানায়, আবহাওয়ার এমন বৈরী অবস্থা ক’দিন থাকে তা তো জানা নেই।

সামনে বার্ষিক পরীক্ষা। তাইতো বই পড়ছি। পাশের অন্য একটি কক্ষেও বই পড়ছে কয়েকজন শিশুশিক্ষার্থী।

জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন বাংলানিউজকে জানান, আশ্রয় নেওয়া প্রায় সব পরিবারেই ২/১জন শিশু বা শিক্ষার্থী রয়েছে। সে হিসাবে জেলার বিভিন্ন কেন্দ্রে আশ্রয় নেওয়া প্রায় ৭২ হাজার লোকের মধ্যে প্রায় ১৫ থেকে ২০ হাজার ছাত্রছাত্রী রয়েছে। এসব ছাত্রছাত্রীদের  অধিকাংশই প্রাইমারি ও মাধ্যমিক শ্রেণির শিক্ষার্থী।

জেলা পুলিশ সুপার (এসপি) মো. হায়াতুল ইসলাম খান বাংলানিউজকে জানান, প্রতিটি আশ্রয়কেন্দ্রের সব নারী ও শিশুদের নিরাপদে রাখতে স্থানীয় পুলিশ প্রশাসনকে স্থানীয়ভাবে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে বলা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৮৪৭ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৯
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।