ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

মাদারীপুরে ঝড়ো বাতাস ও বৃষ্টি, নৌযান চলাচল বন্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৪ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৯
মাদারীপুরে ঝড়ো বাতাস ও বৃষ্টি, নৌযান চলাচল বন্ধ ফেরি চলাচল বন্ধ। ছবি: বাংলানিউজ

মাদারীপুর: ঘূর্ণিঝড় ‘বুলবুল’ এর প্রভাবে রোববার (১০ নভেম্বর) ভোর থেকেই মাদারীপুরে ঝড়ো বাতাস বইছে। সেইসঙ্গে হালকা বৃষ্টি অব্যাহত হয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাতাসের বেগ বাড়ছে। সকাল থেকেই বাতাস ও বৃষ্টির কারণে স্থবির হয়ে পড়েছে জনজীবন। রাস্তা-ঘাট, বাজার জনশূন্য।

ঘূর্ণিঝড় ‘বুলবুল’র প্রভাবে শনিবার থেকেই কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে বন্ধ রয়েছে লঞ্চ-স্পিডবোট ও ফেরি চলাচল। এছাড়াও জেলার স্থানীয় নদ-নদীতেও বন্ধ রয়েছে নৌ চলাচল।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় মাদারীপুরে ৩১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে ২৫ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ২২.৩ ডিগ্রি সেলসিয়াস।

বিআইডব্লিউটিসি’র কাঁঠালবাড়ী ফেরিঘাটের ব্যবস্থাপক আব্দুল আলীম বলেন, ‘ঘূর্ণিঝড়ের প্রভাবে শনিবার বিকেল থেকেই ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। বর্তমানে পদ্মা উত্তাল রয়েছে। ’

বাংলাদেশ সময়: ১০১০ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।