ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

ঘূর্ণিঝড় ‘বুলবুলে’র আঘাতে সাংবাদিক খোকনসহ আহত ৩

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৬ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৯
ঘূর্ণিঝড় ‘বুলবুলে’র আঘাতে সাংবাদিক খোকনসহ আহত ৩ বুলবুলের তাণ্ডবে বিধ্বস্ত বাড়ি। ছবি: বাংলানিউজ

পাথরঘাটা (বরগুনা): ঘূর্ণিঝড় ‘বুলবুলে’র আঘাতে গাছ পড়ে বাংলানিউজটোয়েন্টিফোর.কমের পাথরঘাটা উপজেলা করেসপন্ডেন্ট শফিকুল ইসলাম খোকন ও তার স্ত্রী-সন্তান আহত হয়েছেন। 

রোববার (১০ নভেম্বর) সকাল ৭টার দিকে পাথরঘাটা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কলেজ রোডে এ ঘটনা ঘটে।

আহত খোকন জানান, ঝড় কমে যাওয়ার পরে সকালে তারা বাড়িতে ফিরে উপড়ে পড়া একটি গাছ কাটছিলেন।

এসময় আরও একটি কড়ই গাছ উপড়ে পড়ে। টের পেয়ে ওই স্থান থেকে সরে যাওয়ার সময় তিনি আহত হন। এসময় তাদের বসতঘর বিধ্বস্ত হলে তার স্ত্রী-সন্তান সামান্য আঘাত পেলেও অল্পের জন্য প্রাণে রক্ষা পান।  

বাংলাদেশ সময়: ১১৪২ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।