ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

ফেরি চলাচল বন্ধ, পাটুরিয়ায় গাড়ির দীর্ঘ লাইন 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৫ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৯
ফেরি চলাচল বন্ধ, পাটুরিয়ায় গাড়ির দীর্ঘ লাইন  গাড়ির দীর্ঘ লাইন। ছবি: বাংলানিউজ

মানিকগঞ্জ: মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল ফের বন্ধ রয়েছে। ফলে পারের অপেক্ষায় রয়েছে প্রায় তিনশ’ গাড়ি।

রোববার (১০ নভেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে ফেরি চলাচল বন্ধ করে দেয় বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।

এর আগে সকাল সাড়ে ৯টার দিকে ফেরি চলাচল শুরু হলে বৈরী আবহাওয়ার কারণে ফের বন্ধ করে দেওয়া হয়।


বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) পাটুরিয়া ঘাট শাখার ভারপ্রাপ্ত ডিজিএম জিল্লুর রহমান বাংলানিউজকে বলেন, সকাল সাড়ে ৯টা থেকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়। কিন্তু বৈরী আবহাওয়ার কারণে ফের সকাল সাড়ে ১০টা থেকে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়।  

এর অাগে শনিবার রাত ১০টা থেকে মাঝ পদ্মায় প্রচণ্ড ঢেউ ও প্রবল বাতাসের কারণে দুর্ঘটনা এড়াতে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়।  

বর্তমানে পাটুরিয়া ঘাটে পারের অপেক্ষায় রয়েছে শতাধিক যাত্রীবাহী পরিবহন ও দেড় শতাধিক পণ্যবোঝাই ট্রাক।  

বাংলাদেশ সময়: ১২১৮ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।