রোববার (১০ নভেম্বর) সকালে উপজেলার দড়িকান্দি ইউনিয়নের খাল্লা গ্রামের চক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। বাচ্চু তেজখালী ইউনিয়নের বিষ্ণুরামপুর (বাড়াইলচর) গ্রামের হারিছ মিয়ার ছেলে।
স্থানীয় সূত্র জানায়, বাচ্চু বিষ্ণুরামপুর বাজারে পেঁয়াজের ব্যবসা করতেন। শনিবার (০৯ নভেম্বর) বিকেলে বাড়ি থেকে বের হয়ে তিনি আর ফিরেননি। পরিবারের লোকজন সম্ভাব্য সব জায়গায় খোঁজ করলেও তার কোনো সন্ধ্যান মেলেনি। রোববার সকালে খাল্লা গ্রামের একটি চকে বাচ্চুর মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয় স্থানীয়রা।
বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহ্ উদ্দিন চৌধুরী বাংলানিউজকে বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছ। তদন্ত প্রতিবেদন দেখে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৯
এসআরএস