ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

ধামইরহাটে ডিবির ৩ ভুয়া সদস্য আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪০ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৯
ধামইরহাটে ডিবির ৩ ভুয়া সদস্য আটক

নওগাঁ: নওগাঁর ধামইরহাটে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ পরিচয়ধারী ভুয়া তিন সদস্যকে আটক করেছে পুলিশ।

রোববার (১০ নভেম্বর) সকালে উপজেলার বরথা বাজার থেকে তাদের আটক করা হয়।  

আটকরা হলেন- ধামইরহাট সদরের ফজলুর রহমানের ছেলে এখলাছ হোসেন সম্রাট (২০), একই জেলার পত্নীতলা উপজেলার বাবনা বাজার এলাকার গৌর চন্দ্র মণ্ডলের ছেলে আল ইমরান বিকাশ (৩৪) ও একই উপজেলার চকজয়রাম গ্রামের সাঈদ শেখের ছেলে নাহিদ (২৬) 

স্থানীয়রা জানান, সকালে বরথা বাজারের এক ব্যবসায়ীকে রাস্তায় পথ আটকে ডিবি পুলিশ পরিচয় দিয়ে তাকে তল্লাশির নামে সব হাতিয়ে নিচ্ছিলেন ওই তিন যুবক।

এসময় বুঝতে পেরে ওই ব্যবসায়ী চিৎকার দিলে স্থানীয়রা ডিবি পরিচয়ধারী তিন জনকে আটক করে থানায় খবর দেয়।  

ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকিরুল ইসলাম বাংলানিউজকে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ডিবির ভুয়া তিন সদস্যকে আটক করা হয়েছে।  প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ছিনতাই করার কথা স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।