ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

গরু চোর ধরতে গিয়ে প্রাণ গেল যুবকের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১১ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৯
গরু চোর ধরতে গিয়ে প্রাণ গেল যুবকের

নোয়াখালী: নোয়াখালীর কবিরহাট উপজেলার ঘোষবাগ ইউনিয়নে গরু চোরের দলকে ধরতে গিয়ে মো. সবুজ (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। 

রোববার (১০ নভেম্বর) সকালে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।  

এর আগে ভোর রাত সাড়ে ৩টার দিকে ইউনিয়নের নবাবপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মো. সবুজ সেনবাগ উপজেলার দেবীসিংহপুর গ্রামের জয়নাল আবেদিনের ছেলে।

স্থানীয়রা জানায়, রাতে একটি পিকআপ ভ্যান নিয়ে একদল চোর আব্দুল হকের বাড়িতে গরু চুরি করতে আসে। বাড়ির লোকজন চোরের উপস্থিতি টের পেয়ে চিৎকার করলে স্থানীয় লোকজন একত্রিত হয়ে চোর দলকে ধাওয়া করে। এসময় আব্দুল হকের মেয়ের জামাই সবুজ চোরদের ধাওয়া করতে গিয়ে চলন্ত পিকআপ ভ্যানের সামনের বাম্পারের উপর উঠে যায়। পরে চোর দল গাড়ি না থামিয়ে সবুজকে নিয়ে টেনে চলে যায়।  

স্থানীয় লোকজন গাড়ির পেছনে পেছনে গিয়ে আলগীবাজার রাস্তার মাথায় সড়কের পাশে থেকে সবুজের মরদেহ উদ্ধার করে।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা মোহাম্মদ হাছান বিষয়টি নিশ্চিত করে জানান, ধারণা করা হচ্ছে চোরদের গাড়ি থেকে ছিটকে পড়ে সবুজের মৃত্যু হয়েছে। এ ঘটনায় একটি মামলার প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১৪০৭ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।