ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

চাঁদপুরে বৃষ্টি-ঝড়ো হাওয়া অব্যাহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৮ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৯
চাঁদপুরে বৃষ্টি-ঝড়ো হাওয়া অব্যাহত

চাঁদপুর: ঘূর্ণিঝড় ‘বুলবুল’র প্রভাবের কারণে শুক্রবার (৮ নভেম্বর) থেকে চাঁদপুরে থেমে থেমে বৃষ্টি অব্যাহত রয়েছে। মেঘনা নদীর পশ্চিম পাড়ের প্রায় ৩০টি চরাঞ্চলের সাড়ে পাঁচ হাজার বাসিন্দাকে সাইক্লোন শেল্টারে নিরাপদে রাখা হয়েছে।তবে কোথায়ও কোনো ধরনের দুর্ঘটনা ঘটেনি।

রোববার (১০ নভেম্বর) সকাল ১০টা পর্যন্ত জেলার আট উপজেলায় বৃষ্টিপাত বেড়েছে। গত ২৪ ঘণ্টায় জেলায় বৃষ্টি রেকার্ড করা হয়েছে ১৯ মিলিমিটার।

চাঁদপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শোয়েব বাংলানিউজকে বলেন, চট্টগ্রামসহ চাঁদপুর অঞ্চলে এখনো ৯ নম্বর মহাবিপদ সংকেত রয়েছে। চাঁদপুরে সকাল ১০টা পর্যন্ত বাতাসের গতিবেগ রয়েছে ৭৮ দশমিক ৮৭ কিলোমিটার।

চাঁদপুর থেকে ঢাকাগামী যাত্রীবাহী লঞ্চসহ অন্য নৌযান শুক্রবার রাত ১০টার পর থেকে বন্ধ রয়েছে। চট্টগ্রাম থেকে ট্রেনে আসা এবং লঞ্চঘাটে আটকে পড়া প্রায় শতাধিক যাত্রীকে চাঁদপুর পৌরসভা থেকে শনিবার (০৯ নভেম্বর) রাতে থাকা ও খাওয়ার ব্যবস্থা করা হয়ছিল।

চাঁদপুর জেলা প্রশাসক (ডিসি) মাজেদুর রহমান খান বাংলানিউজকে বলেন, ঘূর্ণিঝড়ের সম্ভাব্য ক্ষয়-ক্ষতির আশঙ্কায় আমরা আগে থেকে প্রস্তুতি নিয়ে রেখেছি।  রোববার সকাল পর্যন্ত চাঁদপুরের সার্বিক অবস্থা ভালো।  কোথাও কোনো ধরনের দুর্ঘটনার খবর পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।