ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

শৈলকুপায় বাস উল্টে আহত ২৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৬ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৯
শৈলকুপায় বাস উল্টে আহত ২৫

ঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকুপায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে উল্টে নারীসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন। 

রোববার (১০ নভেম্বর) দুপুরে উপজেলার গোবিন্দপুরে-হাটফাজিলপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে। আহতরা শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

তবে কারো নাম-পরিচয় পাওয়া যায়নি।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রহমান বাংলানিউজকে জানান, দুপুরে হাটফাজিলপুর থেকে যাত্রীবাহী একটি বাস ঝিনাইদহের দিকে যাচ্ছিল। পথে ঝিনাইদহমুখী অপর একটি গাড়িকে সাইড দিতে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে উল্টে যায় বাসটি। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থল পৌঁছে আহত অনন্ত ২৫ জনকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে।

বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।