ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

আ‌গৈলঝাড়ায় ৪শ’ বসতঘর ক্ষ‌তিগ্রস্ত, বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫০ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৯
আ‌গৈলঝাড়ায় ৪শ’ বসতঘর ক্ষ‌তিগ্রস্ত, বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন মোমবাতির আলো জ্বালিয়ে রেখেছেন লোকজন

ব‌রিশাল: ঘূর্ণিঝড় ‘বুলবুল’র প্রভাবে ব‌রিশা‌লের আ‌গৈলঝাড়া উপ‌জেলায় প্রায় চারশ বসতঘর ক্ষ‌তিগ্রস্ত হ‌য়ে‌ছে। ঝড়ে বিভিন্ন এলাকায় বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন রয়েছে। এছাড়া কিছু গবা‌দি পশুর মৃত্যু ও ক‌য়েক হাজার গাছ বিধ্বস্ত হ‌য়েছে।

রোববার (১০ ন‌ভেম্বর) রা‌তে বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র দাস।

‌তি‌নি জানান, বসতবা‌ড়ির বাইরে বাকাই ইউ‌নিয়‌নে নিরঞ্জন বৈরাগী মাধ্য‌মিক বিদ্যালয় ভবন পু‌রোপু‌রি বিধ্বস্ত হ‌য়ে‌ছে।

অ‌নেক সড়‌কে গাছ উপ‌রে প‌ড়ে প্র‌তিবন্ধকতার সৃ‌ষ্টি হ‌য়ে‌ছে। যা সরা‌নোর কাজ চল‌ছে। সময় সা‌পে‌ক্ষে সব‌কিছু স‌ঠিকভা‌বে নিরূপন করা সম্ভব হ‌বে।

এ‌দি‌কে দু‌র্যো‌গের কারণে দুপুর ১২টা থে‌কে ব‌রিশাল নগরসহ বি‌ভিন্ন স্থা‌নে বিদ্যুৎ নেই। জানা‌গে‌ছে, বি‌ভিন্ন স্থা‌নে বৈদ্যু‌তিক তা‌রের উপর গাছ প‌ড়ায় এ সমস্যা দেখা দি‌য়ে‌ছে। এ কারণে বি‌কেল থে‌কে মোবাইল নেটওয়া‌র্কেও সমস্যা দেখা দি‌য়ে‌ছে। ইন্টার‌নে‌টেও ধীরগ‌তি র‌য়ে‌ছে।

বাংলা‌দেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, ন‌ভেম্বর ১০, ২০১৯
এমএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।