ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

গুলিস্তানে প্লাস্টিকের বস্তার ভিতর থেকে শিশুর মৃতদেহ উদ্ধার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫২৯ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৯
গুলিস্তানে প্লাস্টিকের বস্তার ভিতর থেকে শিশুর মৃতদেহ উদ্ধার বস্তার ভিতর থেকে শিশুর মৃতদেহ উদ্ধার

ঢাকাঃ রাজধানীর গুলিস্তানের অলিম্পিক ভবন সংলগ্ন মোড় থেকে বস্তাবন্দি সানি (৫) নামের এক শিশুর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১০ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে। পরে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।

গুলিস্তান আহাদ পুলিশ বক্সের সহকারী উপ পরিদর্শক (এএসআই) মোঃ আনোয়ারুল ইসলাম জানান, খবর পেয়ে অলিম্পিক ভবনের সামনের মোড় থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। প্লাস্টিকের বস্তায় ভর্তি ছিল মৃতদেহটি। আর একটি তোশক দিয়ে ঢাকা ছিল ওই বস্তা। তার মাথার ডান পাশে কানের কাছে কিছুটা থেতলানো আঘাত রয়েছে। মৃতদেহটি ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

তিনি জানান, শনিবার (৯ নভেম্বর) রাত ১০টা থেকে তাকে খুঁজে পাচ্ছিল না পরিবার। রোববার (১০ নভেম্বর) ওইখানে মৃতদেহটি পেয়ে আমাদের খবর দেন। তার বাবার নাম সাগর শেখ। মা ঝর্ণা বেগম। গুলিস্তানের ওই এলাকায় ভবঘুরে জীবনযাপন করেন তারা।

তিনি আরও জানান, শিশুটির গলায় শ্বাস রোধের চিহ্ন রয়েছে। ধারনা করা হচ্ছে শিশুটিকে শ্বাসরোধ করে হত্যার পর লাশ গুম করার জন্য বস্তায় ভরে রেখেছিল দুর্বৃত্তরা।

বাংলাদেশ সময়: ১২২৮ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৯
এজেডএস/ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।