ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকায় বরগুনায় সব মোবাইল নেটওয়ার্ক বন্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১৮ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৯
বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকায় বরগুনায় সব মোবাইল নেটওয়ার্ক বন্ধ বরগুনায় সব মোবাইল নেটওয়ার্ক বন্ধ

বরগুনা: ঘূর্ণিঝড় ‘বুলবুল’র তাণ্ডবে বিদ্যুৎ লাইনের ওপর গাছ পড়ায় এবং বিদ্যুতের খুঁটি ও লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় বরগুনার সব বিদ্যুৎ সংযোগ বন্ধ রয়েছে। বিদ্যুতের লাইন সচল করতে ওই বিভাগের পক্ষ থেকে নির্দিষ্ট কোনো সময় বেঁধে দেওয়া হয়নি। আর এ কারনেই বন্ধ রয়েছে জেলার সব মোবাইল নেটওয়ার্ক।

রোববার (১০ নভেম্বর) রাত সাড়ে ১১ টা পর্যন্ত কোনো ধরনের নেটওয়ার্ক নেই। এর আগে শনিবার (০৯ নভেম্বর) রাত থেকে সদর’সহ উপজেলাগুলোতে বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার ফলেই এ সমস্যায় ভুগছে মানুষ।

 

বরগুনা জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ্ জানান, জেলার বিদ্যুৎ সংযোগ সচল করতে বরগুনার বিদ্যুৎ বিভাগের সঙ্গে কথা হয়েছে। অতি শিগগিরই বিদ্যুৎ সমস্যা সমাধান করা হবে বলেও আশ্বাস দিয়েছেন তিনি।  

বাংলাদেশ সময় : ১৩১৭ ঘন্টা, ১১ নভেম্বর ২০১৯
জেএম/ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।