ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

বেনাপোলে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আটক

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৫ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৯
বেনাপোলে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আটক বেনাপোলে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আটক

বেনাপোল (যশোর): বেনাপোল সীমান্ত থেকে হাফিজুর রহমান (৩৮) নামে মাদকদ্রব্য মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে আটক করেছে বেনাপোল  পোর্ট থানা পুলিশ।

রোববার (১০ নভেম্বর ) রাত ৮ টায় বালুন্ডা গ্রামে অভিযান চালিয়ে  বেনাপোল পোর্ট থানা পুলিশ তাকে আটক করে। আটক হওয়া হাফিজুর রহমান বেনাপোল পোর্ট থানাধীন বালুন্ডা গ্রামের হজরত আলী মোড়লের ছেলে।

এ এসআই শাহিন ফরহাদ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি মাদকদ্রব্য মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত  আসামি এলাকায় ফিরে গোপনে অবস্থান করছে। পরে পুলিশ আসামির বাড়িতে  অভিযান চালিয়ে তাকে আটক করে।

আসমির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে আগামীকাল যশোর আদালতে সোপর্দ করা হবে বলে জানান বেনাপোল পোর্ট থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) মামুন খান।

বাংলাদেশ সময়: ১৪৪৪ ঘন্টা, নভেম্বর ১১, ২০১৯
এমইউএম/ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।