ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

ঈশ্বরদীতে পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০১ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৯
ঈশ্বরদীতে পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু ঈশ্বরদীতে পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু

ঈশ্বরদী: বন্ধুদের সঙ্গে পদ্মা নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে অনিক বিশ্বাস (১৩) নামে এক স্কুল ছাত্র মারা গেছেন। 

রোববার (১০ নভেম্বর) দুপুরে পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার পাকশী ইউনিয়নের রুপপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।  

নিহত স্কুলছাত্র রুপপুর গ্রামের আঃ রহিম বিশ্বাসের একমাত্র ছেলে।

সে রুপপুর বালক উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র। পাকশী পুলিশ ফাঁড়ির ইনচার্জ শহিদুল ইসলাম শহীদ বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

নিহত স্কুলছাত্রের চাচাতো ভাই মাসুদ বিশ্বাস বাংলানিউজকে জানান, দুপুরে ঈশ্বরদীর রুপপুর সংলগ্ন নওদাপাড়া গাঙে বন্ধুদের সঙ্গে গোসল করতে নামে। সাঁতার না জানার কারণে সে পানির নিচে তলিয়ে যায়। পরে বন্ধুরা তাকে না দেখতে পেয়ে খোঁজা-খুঁজি শুরু করেন। খবর পেয়ে পরিবারের স্বজনরা এসে খুঁজতে থাকে। কিছু সময় পর তার মরদেহ পাওয়া যায়।    

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দীন ফারুকী বাংলানিউজকে জানান,  এ ঘটনায় ঈশ্বরদী থানায় অপমৃত্যু (ইউডি) মামলা নথিভুক্ত হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৫০১ ঘন্টা, নভেম্বর ১১, ২০১৯
এমইউএম/ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।