ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

রূপসায় সড়ক দুর্ঘটনায় কনস্টেবল নিহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৫ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৯
রূপসায় সড়ক দুর্ঘটনায় কনস্টেবল নিহত

খুলনা: খুলনার রূপসায় সড়ক দুর্ঘটনায় ফকিরহাট থানার কনস্টেবল নজরুল ইসলাম নিহত হয়েছেন। 

সোমবার (১১ নভেম্বর) সকাল ৮টায় রূপসা-বাগেরহাট পুরাতন সড়কের দেবীপুরে মোটরসাই‌কেল ও মাহেন্দ্রের মধ্যে সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় বটিয়াঘাটার জলমার আমজাদ খাঁ নামে এক মাহেন্দ্র যাত্রী গুরুতর আহত হন।

নজরুলের মরদেহ খুলনা মেডিক্যাল (খুমেক) কলেজ হাসপাতাল মর্গে রয়েছে। নিহত নজরুল ইসলাম ইলা‌ইপুর ম‌ল্লিক বাড়ির মৃত ইউসুফ ম‌ল্লিকের ছেলে। তিনি ফকিরহাট থাকার গাড়িচালক ছিলেন বলে জানা গেছে।

রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা জাকির হোসেন বাংলানিউজকে বলেন, নিহত নজরুল রূপসা থেকে মোটরসাইকেলে ফকিরহাটের দিকে যাচ্ছিলেন। দেবীপুরে রূপসার দিকে আসা মাহেন্দ্রের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে তিনি গুরুতর আহত হন। পরে উদ্ধার করে খুমেক হাসপাতালে নিয়ে যাওয়ার পথে নজরুল মারা যান।

বাংলাদেশ সময়: ১১০১ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৯
এমআরএম/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।