ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

চাকা বদলানোর সময় প্রাণ গেলো লেগুনাচালকের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫১ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৯
চাকা বদলানোর সময় প্রাণ গেলো লেগুনাচালকের হতাহতদের উদ্ধারে স্থানীয়রা। ছবি: বাংলানিউজ

মিরসরাই (চট্টগ্রাম): চাকা পাংচার হওয়া গাড়ি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে রেখে বদলানোর সময় বাসচাপায় প্রাণ হারিয়েছেন মোহাম্মদ কামরুল ইসলাম (২৫) নামে এক লেগুনাচালক। এ সময় গুরুতর আহত হয়েছেন হেলপার শহিদ (২০)।

সোমবার (১১ নভেম্বর) সকালে ওই সড়কের চট্টগ্রামের মিরসরাইয়ে উপজেলার নয়দুয়ার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত কামরুল উপজেলার মিঠাছরা গ্রামের নুরুল ইসলামের ছেলে।

একই এলাকার আনু মিয়ার ছেলে শহিদ।

স্থানীয়রা জানান, লেগুনার চাকা পাংচার হলে রাস্তার পাশে চাকা বদলানোর সময় দ্রুতগামী যাত্রীবাহী একটি বাস গাড়িটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই লেগুনাচালক কামরুলের মৃত্যু হয়। এ সময় গুরুতর আহত হন হেলপার শহিদ। শহিদকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

জোরারগঞ্জ হাইওয়ে পুলিশের ইনচার্জ সোহেল সরকার বলেন, মহাসড়কের নয়দুয়ারিয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় এক লেগুনাচালক নিহত হওয়ার খবর পেয়েছি। ঘটনাস্থলে আমাদের একটি টিম পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৯
এসএইচডি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।