ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

জামালগঞ্জে হাওরে নৌকা ডুবে ১ জনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৯ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৯
জামালগঞ্জে হাওরে নৌকা ডুবে ১ জনের মৃত্যু

সুনামগঞ্জ: সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় সুন্দরপুর হাওরে নৌকা ডুবে বাবুল মিয়া (৩৬) নামে একজন নিহত হয়েছেন।  

সোমবার (১১ নভেম্বর) ভোরে এ ঘটনা ঘটে। তিনি জামালগঞ্জ উপজেলার উত্তর কাংলাবাজ গ্রামের বাসিন্দা এবং বিলের পাহারাদার।

জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) মোহাম্মদ সাইফুল আলম বাংলানিউজকে জানান, সুন্দরপুর হাওরে রাতে বিল পাহারা দিচ্ছিলেন বাবুল মিয়াসহ ৬ জন। ভোর রাতে হঠাৎ হাওরে প্রচণ্ড বাতাস শুরু হলে নৌকাটি পাড়ে আসার আগেই উল্টে যায়। এসময় ৫ জন সাতাঁর কেটে পাড়ে উঠতে পারলেও
বাবুল মিয়া নৌকার নিচে আটকে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর
হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।