ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

ভারতে বাংলাদেশের নতুন হাইকমিশনার মুহম্মদ ইমরান

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০১ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৯
ভারতে বাংলাদেশের নতুন হাইকমিশনার মুহম্মদ ইমরান মুহম্মদ ইমরান। ছবি: সংগৃহীত

ঢাকা: ভারতে বাংলাদেশের নতুন হাইকমিশনার হিসেবে মুহম্মদ ইমরানকে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার। সোমবার ( ১১ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়েছে।

মুহম্মদ ইমরান বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ১৯৮৬ সালে বিসিএস ফরেন ক্যাডারে যোগ দেন।

 

এর আগে তিনি জেদ্দা, অটোয়া, বন ও বার্লিনের বাংলাদেশ মিশনে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। কলকাতার ডেপুটি হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার হিসেবে কাজ করেছেন মুহম্মদ ইমরান। এছাড়াও তিনি উজবেকিস্তানে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন।

মুহম্মদ ইমরান ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলীর পদে স্থলাভিষিক্ত হচ্ছেন।

বাংলাদেশ সময়: ১৬০১ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৯
টিআর/একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।