ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

বাঞ্ছারামপুরে পিস্তলসহ আটক ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০২ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৯
বাঞ্ছারামপুরে পিস্তলসহ আটক ১

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় বিদেশি পিস্তল, গুলি ও মদসহ শুক্কুর আলী (৪৬) নামে এক ব্যক্তিকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা। 

সোমবার (১১ নভেম্বর) দুপুরে র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্পের কোম্পানি কমান্ডার রাফিউদ্দিন মোহাম্মদ জোবায়ের প্রেস বিজ্ঞতিতে এ তথ্য জানান।

রাফিউদ্দিন মোহাম্মদ জোবায়ের জানান, গোপন সংবাদে রোববার (১০ নভেম্বর) দিনগত রাতে উপজেলার পাহাড়িয়াকান্দি এলাকায় অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে শুক্কুরকে আটক করা হয়।

সেসময় তার বাড়ি তল্লাশি করে দুই রাউন্ড গুলিসহ একটি বিদেশি পিস্তল ও তিন বোতল মদ জব্দ করা হয়। তার নামে বাঞ্ছারামপুর থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। শুক্কুর একই এলাকার বাসিন্দা।

বাংলাদেশ সময়: ১৫৫৮ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।