ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

ওসমানী বিমানবন্দরে ২১০ কার্টন সিগারেট জব্দ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৮ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৯
ওসমানী বিমানবন্দরে ২১০ কার্টন সিগারেট জব্দ সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর/ ফাইল ফটো

সিলেট: সিলেট এমএজি  ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ২১০ কার্টন সিগারেটের চালান জব্দ করেছে শুল্ক গোয়েন্দারা।

সোমবার (১১ নভেম্বর) দুপুর ১২টার দিকে ঢাকা থেকে আসা বিজি-৬০১ ফ্লাইটের কানেক্টিং ফ্লাইটের এক যাত্রীর কাছ থেকে সিগারেটের চালানটি জব্দ করা হয়।

এ ঘটনায় মোজাম্মেল হক নামে (পাসপোর্ট নম্বর-বিএল ০৮৬১৪২১) এক যাত্রীকে আটক করা হয়।

আটক মোজাম্মেল হক চট্টগ্রামের লোহাগড়ার আব্দুস সালামের ছেলে।

ওসমানী বিমানবন্দরের কাস্টম কর্মকর্তা আজগর আলী বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে বলেন, জব্দ করা চালানে ছিল ১৪ কার্টন ডানহিল, ৫৫৫ কার্টন গোল্ড,  ১৪৭ কার্টন ও ৪৫ কার্টন ইজি সিগারেট।

বাংলাদেশ সময়: ১৬১৮ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৯
এনইউ/এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।