ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

খাগড়াছড়িতে যুবলীগের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৩ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৯
খাগড়াছড়িতে যুবলীগের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন যুবলীগের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন। ছবি: বাংলানিউজ

খাগড়াছড়ি: নানা আয়োজন ও কর্মসূচির মধ্য দিয়ে খাগড়াছড়িতে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।

সোমবার (১১ নভেম্বর) সকালে জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্রলাল ত্রিপুরা।
 
পরে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ শেষে কার্যালয়ে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


 
খাগড়াছড়ি জেলা যুবলীগের সভাপতি যতন ত্রিপুরার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলার আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি রণ বিক্রম ত্রিপুরা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আশুতোষ চাকমা, জেলা পরিষদের সদস্য আব্দুল জব্বার ও যুবলীগের সাধারণ সম্পাদক কেএম ইসমাইল হোসেন।  

এসময় জেলা আওয়ামী লীগসহ দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
 
বাংলাদেশ সময়: ১৬৫৪ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৯
এডি/কেএসডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।