ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

না’গঞ্জে মাদকবিক্রেতার ১৪ বছরের কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪২ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৯
না’গঞ্জে মাদকবিক্রেতার ১৪ বছরের কারাদণ্ড

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে আওলাদ হোসেন (৩৯) নামে এক মাদকবিক্রেতাকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা, আনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (১১ নভেম্বর) নারায়ণগঞ্জ ৭নম্বর বিশেষ ট্রাইব্যুনাল আদালতের বিচারক শেখ রাজিয়া সুলতানা আসামির অনুপুস্থিতিতে এ রায় দেন।

আওলাদ হোসেন সোনারগাঁও উপজেলার শেখ কান্দি এলাকার জাকারিয়ার ছেলে।

তবে একই মামলায় পলাতক অপর আসামি আব্দুল জলিলের (৩৫) বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে খালাস দেওয়া হয়েছে।

মামলার বরাত দিয়ে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটার জাসমিন আহমেদ বাংলানিউজকে জানান, ২০১৫ সালের ২০ জুন বিকেলে সোনারগাঁও এলাকায় টহল দেওয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে শেখ কান্দা এলাকায় অভিযান চালিয়ে আওলাদ হোসেনকে আটক করে র‌্যাব-১১ এর একটি দল। এছাড়া আব্দুল জলিল নামে অপর একজন পালিয়ে যায়। পরে আওলাদ হোসেনকে তল্লাশি করে এক হাজার ১১০পিস ইয়াবা, মাদক বিক্রির ১০ হাজার ৬৫০ টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় পরদিন সোনারগাঁও থানায় র‌্যাব-১১ ডিএডি মো. আব্দুল্লাহ খান বাদী হয়ে মামলা দায়ের করেন। ওই মামলায় তিনজনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় দেন।

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৯
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।