সোমবার (১১ নভেম্বর) দুপুরে ওই মন্তব্যের প্রতিবাদে জেলা প্রেসক্লাবের সামনে সচেতন ছাত্র সমাজের ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, ২৪ ঘণ্টা যদি পেরিয়ে যাওয়ার পরও যদি রাঙ্গা তার আপত্তিকর মন্তব্য প্রত্যাহার না করেন তবে কঠিন আন্দোলন গড়ে তোলা হবে।
প্রয়োজনে জেলার সব জাপা নেতাকর্মীদের রাজপথে বের হওয়া বন্ধ করে দেওয়া হবে। অবরুদ্ধ করে রাখা হবে নিজ ঘরে।
এসময় বক্তব্য রাখেন- কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সৃজন ঘোষ সজীব, নেত্রকোণা জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রবিউল আওয়াল শাওন, সদস্য ওমর সাইফুল্লা, জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শাকিল হাসান প্রমুখ।
এর আগে জাপা নেতা রাঙ্গা এক আলোচনা সভায় এরশাদবিরোধী আন্দোলনে নিহত নূর হোসেনকে মাদকাসক্ত তথা ইয়াবা ও ফেনসিডিলখোর বলে মন্তব্য করেন।
বাংলাদেশ সময়: ১৭৫৯ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৯
আরএ