ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

সুন্দরবনে অনুপ্রবেশের দায়ে ইউপি সদস্যসহ আটক ১৯

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৬ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৯
সুন্দরবনে অনুপ্রবেশের দায়ে ইউপি সদস্যসহ আটক ১৯ আটক ব্যক্তিরা। ছবি: বাংলানিউজ

বাগেরহাট: সুন্দরবনে অনুপ্রবেশের দায়ে ইউপি সদস্যসহ ১৯ জনকে আটক করেছে বনবিভাগ। 

মঙ্গলবার (১২ নভেম্বর) সকালে সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের ভদ্রা নদীর মোহনা থেকে একটি মাছধরা ট্রলারসহ তাদের আটক করা হয়।  

আটক ব্যক্তিদের বাড়ি মোংলা উপজেলার চিলাগ্রামে।

এদের মধ্যে চিলা ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য নজরুল ইসলামও রয়েছে।

সুন্দরবন পূর্ব বনবিভাগের চাদঁপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক মো. শাহীন কবির বলেন, ঘূর্ণিঝড় বুলবুল’র আগের রাতে বনবিভাগের চোখ ফাঁকি দিয়ে ১৯ জন বনে প্রবেশ করেন। মঙ্গলবার সকালে বনের ধানসিদ্ধির চর এলাকার ভদ্রা নদীর মোহনায় বনবিভাগের টহল চলাকালে ট্রলারটি দেখে চ্যালেঞ্জ করা হলে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে তাদের ধাওয়া দিয়ে ট্রলারসহ তাদের আটক করা হয়।

তিনি আরও বলেন, সুন্দরবনে প্রবেশে তাদের কোনো পারমিট ছিল না। অবৈধ উদ্দেশে তারা বনে প্রবেশ করেছিল। এ ঘটনায় বন আইনে ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।
 
বাংলাদেশ সময়: ১৬২৩ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।