ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

আড়াইহাজারে ২ পক্ষের সংঘর্ষে আহত ৬

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫২ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৯
আড়াইহাজারে ২ পক্ষের সংঘর্ষে আহত ৬

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় দু’পক্ষের সংঘর্ষে ছয়জন আহত হয়েছেন। 

মঙ্গলবার (১২ নভেম্বর) দুপুরে উপজেলার চারিগাও গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে থেকে একজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

বাকিদের উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা দেওয়া হয়েছে।  

আহতরা হলেন- সরফত আলী (৬৫), তার ছেলে শুক্কুর আলী (৩৫), মেয়ে হাজেরা (২৮), নায়েব আলী (২২), আইয়ুব আলী (২৩) ও জসিম (২৭)। এদের মধ্যে সরফত আলীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢামেকে নেওয়া হয়।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, ঘটনা শুনেছি, পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৬৫১ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৯
এইচজে 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।