ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

এখন পর্যন্ত শতভাগ বিদ্যুতায়িত উপজেলা ৩৬১টি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫১ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৯
এখন পর্যন্ত শতভাগ বিদ্যুতায়িত উপজেলা ৩৬১টি প্রতীকী ছবি

ঢাকা: বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) ভৌগোলিক এলাকায় ৪৬১টি উপজেলার মধ্যে ৩৬১টি উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। মুজিববর্ষের মধ্যে সবগুলো উপজেলা শতভাগ বিদ্যুতায়িত হবে।

বুধবার (১৩ নভেম্বর) সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আরও ২৩টি উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন এবং নতুন ৭টি বিদ্যুৎকেন্দ্র উদ্বোধন অনুষ্ঠানে এ তথ্য জানায় বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড।

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড জানায়, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) ভৌগোলিক এলাকায় ৪৬১টি উপজেলার মধ্যে ৩৬১টি উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

যার মধ্যে বুধবারের ২৩টি উপজেলাসহ মোট ২৩৪টি উপজেলায় শতভাগ বিদ্যুতায়নের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শতভাগ বিদ্যুতায়িত ১২৭টি উপজেলা উদ্বোধনের অপেক্ষায় রয়েছে।

এছাড়া অবশিষ্ট ১০০টি উপজেলায় শতভাগ বিদ্যুতায়নের কাজ মুজিববর্ষেই সম্পন্ন হবে বলেও জানানো হয়।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ২০২০ সালের ১৭ মার্চ থেকে ২০২১ সালের ২৬ মার্চ পর্যসন্ত মুজিববর্ষ ঘোষণা করেছে সরকার।

বুধবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সে উদ্বোধন করা ৭টি বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন ক্ষমতা ৭৯০ মেগাওয়াট।

নতুন ৭টি বিদ্যুৎকেন্দ্রসহ দেশের বর্তমান বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ২২ হাজার ৫৬২ মেগাওয়াট এবং সারা দেশের ৯৪ শতাংশ মানুষ বিদ্যুৎ সুবিধা পাচ্ছেন বলে অনুষ্ঠানে জানান প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

উদ্বোধন শেষে ভিডিও কনফারেন্সে কয়েকটি উপজেলার মানুষের সঙ্গে মতবিনিময় করেন।

গণভবন প্রান্তে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু, এ  মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. শহীদুজ্জামান সরকার।

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়াও গণভবন প্রান্তে উপস্থিত ছিলেন।

গণভবন প্রান্তে অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. নজিবুর রহমান।

**আরও ২৩ উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন, ৭ কেন্দ্র উদ্বোধন
বাংলাদেশ সময়: ১১১৫ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৯
এমইউএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।