ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

ময়মনসিংহে সেরা করদাতা সম্মাননা পেলেন ৪২ জন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩২ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৯
ময়মনসিংহে সেরা করদাতা সম্মাননা পেলেন ৪২ জন সেরা কর দাতাদের সম্মাননা স্মারক তুলে দিচ্ছিন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী শরীফ আহেমেদ। ছবি: অনিক খান

ময়মনসিংহ: ময়মনসিংহ অঞ্চলের পাঁচ জেলা ও সিটি করপোরেশনে মোট ৪২ জন পেয়েছেন সেরা করদাতার সম্মাননা। 

বুধবার (১৩ নভেম্বর) দুপুরে সার্কিট হাউসের জিমনেসিয়ামে ময়মনসিংহ কর অঞ্চল আয়োজিত অনুষ্ঠানে তাদের হাতে সম্মাননা স্মারক ও সনদ ‍তুলে দেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী শরীফ আহেমেদ।  

ময়মনসিংহ কর অঞ্চলের কর কমিশনার মো. ফজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ সিটি করপোরেশনের (মসিক) মেয়র ইকরামুল হক টিটু, অতিরিক্ত ডিআইজি ড. আক্কাছ উদ্দিন ভূঁইয়া, জেলা প্রশাসক মো. মিজানুর রহমান, জেলার অতিরিক্ত পুলিশ সুপার হুমায়ন কবির, ময়মনসিংহ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ-সভাপতি শংকর সাহা, ময়মনসিংহ ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট সাদিক হোসেন ও ময়মনসিংহের সর্বোচ্চ করদাতা মাহবুব রেজা করিম।

 

অনুষ্ঠানে ময়মনসিংহ কর অঞ্চলের ময়মনসিংহ জেলা ও সিটি করপোরেশন এবং নেত্রকোনা, জামালপুর, শেরপুর, কিশোরগঞ্জের ৪২ জন করদাতাকে চারটি ক্যাটাগরিতে সম্মাননা স্মারক দেওয়া করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৩২ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৯
একে/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।