ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

সবার আন্তরিক অংশগ্রহণে নিরাপদ বরিশাল গড়বো 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫০ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৯
সবার আন্তরিক অংশগ্রহণে নিরাপদ বরিশাল গড়বো  বক্তব্য রাখছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. শাহাবুদ্দিন খান।

বরিশাল: বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. শাহাবুদ্দিন খান বলেছেন, এ সমাজের কোথাও দুষ্টের পালন, শিষ্টের দমন চলবে না। কোথায় কী হচ্ছে তা আমাকে অবগত করার জন্য ‘ওপেন হাউজ ডে’সহ বিভিন্ন মাধ্যম রেখেছি। যতো বেশি তথ্য পাবো ততো বেশি ন্যায়বিচার নিশ্চিত করতে পারবো। একই সঙ্গে সবার আন্তরিক অংশগ্রহণে একটি নিরাপদ বরিশাল গড়ে তুলতে সক্ষম হবো।

বুধবার (১৩ নভেম্বর) কোতোয়ালি মডেল থানা পুলিশ আয়োজিত ওপেন হাউজ ডে- তে প্রধান অতিথির বক্তব্যে নগর পুলিশের এই শীর্ষ কর্মকর্তা এসব কথা বলেন।

এসময় তিনি আরও বলেন, মামলা করতে এসে থানায় হয়রানির শিকার হয়েছেন, এমন ভুক্তভোগীদের কথা অগ্রাধিকার ভিত্তিতে শুনতে চাই।

কারণ  থানায় হয়রানি হওয়ার কোনো সুযোগ নেই।

বাংলাদেশ সময়: ১৮৪৮ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৯
এমএস/এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।