ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

মিরপুরে বাসের ধাক্কায় নারীর মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২০ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৯
মিরপুরে বাসের ধাক্কায় নারীর মৃত্যু প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর মিরপুরে বাসের ধাক্কায় নুসরাত নুর নিশি (২৩) নামে এক নারী প্রাণ হারিয়েছেন। নিহত নিশি স্বামীর সঙ্গে মোটরসাইকেলে ছিলেন বলে জানা গেছে।

বুধবার (১৩ নভেম্বর) দুপুর ২টার দিকে দুর্ঘটনাটি ঘটে।  

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাজিরুর রহমান জানান, টেকনিক্যাল ও কল্যানপুরের মধ্যবর্তী স্থানে ঠিকানা পরিবহনের একটি বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়।

এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় নিশির। মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে আহত হয়েছেন নিহতের স্বামী নূর মোহাম্মদ।  

নিশির বাড়ি সিরাজগঞ্জে। তিনি রাজধানীর সোনারগাঁ হোটেলে চাকরি করতেন। দুর্ঘটনাস্থল থেকে নিশির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।  

এদিকে, দুর্ঘটনার পরপরই ঘাতক বাসটিকে জব্দ করে এর চালককে আটক করেছে পুলিশ।  

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৯
এজেডএস/কেএসডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।