ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

পটুয়াখালীতে বিদেশি মদসহ আটক দুই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৫০ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৯
পটুয়াখালীতে বিদেশি মদসহ আটক দুই

পটুয়াখালী: পটুয়াখালীতে সাত বোতল বিদেশি মদসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। 

বুধবার (১৩ নভেম্বর) সকালে লঞ্চঘাট এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- সোহাগ তালুকদার (৩৫)  ও শাহিন গাজী (২৮)।

সোহাগ শহরের লঞ্চঘাট এলাকার বাসিন্দা মহিউদ্দিন তালুকদারের ছেলে ও শাহিন একই এলাকার বাসিন্দা হানুফ গাজীর ছেলে।

জেলা গোয়েন্দা পুলিশ ডিবি ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার জাকির হোসেন বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে লঞ্চঘাট এলাকায় অভিযান চালিয়ে সাত বোতল  মদসহ ‍দুইজনকে আটক করা হয়। সোহাগ একাধিক মাদক মামলার আসামি। এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ২১৪৯ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৯
কেএআর/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।