ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

বগুড়ায় প্রকাশ্যে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৪ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৯
বগুড়ায় প্রকাশ্যে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

বগুড়া: বগুড়ায় ভরাবাজারে আব্দুর রহিম (৫০) নামে এক মৎস্য ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বেলা ১১টার দিকে বগুড়া সদর উপজেলার অদ্দিরগোলা বাজারে তাকে হত্যা করা হয়।

আব্দুর রহিম সদর উপজেলার চকঝপু জিগাতলা এলাকার মোজাহার আলীর ছেলে।

তার একটি মাছের হ্যাচারি রয়েছে।

খবর পেয়ে তৎক্ষণাৎ বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী এবং গোয়েন্দা বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম বদিউজ্জামান বাংলানিউজকে জানান, বেলা ১১টার দিকে অদ্দিরগোলা বাজারে বসেছিলেন মৎস্য ব্যবসায়ী আব্দুর রহিম। এসময় একদল সন্ত্রাসী ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপায় তাকে। এতে ঘটনাস্থলেই মারা যান আব্দুর রহিম।

বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী বাংলানিউজকে জানান, পূর্ব শত্রুতার জের ধরে তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। হত্যাকারীদের আটক করতে একাধিক টিম মাঠে কাজ করছে।

বাংলাদেশ সময়: ১৩৪৯ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৯
কেইউএ/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।