ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

নাটোরে পিস্তলসহ যুবক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১২ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৯
নাটোরে পিস্তলসহ যুবক আটক

নাটোর: নাটোরে বিদেশি পিস্তল ও গুলিসহ সাকিবুল হাসান শান্ত (১৯) নামে এক যুবককে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুরে সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানায় র‌্যাব-৫ নাটোর ক্যাম্প। শান্ত জেলার গুরুদাসপুর উপজেলার দস্তানানগর গ্রামের আফাজ মৃধার ছেলে।

বিজ্ঞপ্তি থেকে জানা যায়, গোপন সংবাদে সকালে নাটোর সদর উপজেলার মোকরমপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে শান্তকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন ও এক রাউন্ড গুলি জব্দ করা হয়। এ ব্যাপারে নাটোর সদর থানায় অস্ত্র আইনে তার নামে একটি মামলা রুজু করা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।