ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

মাদকসহ নারী আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৩০ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৯
মাদকসহ নারী আটক

ঢাকা: আশুলিয়া থানাধীন কুরগাঁও এলাকায় অভিযান চালিয়ে ৫১০ গ্রাম হেরোইনসহ শিরিনা আক্তার (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশান ব্যাটালিয়ন (র‌্যাব-৪)।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিকেলে গোপন তথ্যের ভিত্তিতে কুরগাঁও এলাকার একটি বাড়ি থেকে তাকে আটক করা হয়।

এসময় তার কাছ থেকে হেরোইনসহ ২টি মোবাইল, ১টি প্যাকিং মেশিন ও ১টি ছোট ওজন মাপা মেশিন জব্দ করা হয়।

র‌্যাব-৪ এর কোম্পানি কমান্ডার মেজর শিবলী মোস্তাফা জানান, কুরগাঁও এলাকায় মাদক ব্যবসায়ীরা অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় একটি বাড়ি থেকে ৫১০ গ্রাম হেরোইনসহ শিরিনা আক্তারকে আটক করা হয়। আটক শিরিনা আক্তারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৯
পিএম/এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।