ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

চুয়াডাঙ্গায় ট্রাক্টরের ধাক্কায় ভ্যানচালক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৯ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৯
চুয়াডাঙ্গায় ট্রাক্টরের ধাক্কায় ভ্যানচালক নিহত

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় ট্রাক্টরের ধাক্কায় সাগর ওরফে মনু (৩২) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) রাতে দামুড়হুদা-জীবননগর মহাসড়কের দর্শনা ফিলিংস্টেশনে অদূরে এ দুর্ঘটনা ঘটে।   নিহত সাগর সদর উপজেলার শিংনগর গ্রামের পয়মল মিয়ার ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার রাতে দামুড়হুদা-জীবননগর পাখিভ্যান চালক সাগর তার কাজ শেষে ভ্যান চালিয়ে বাড়ি ফেরার পথে দর্শনা ফিলিং স্টেশনের অদূরে পৌঁছায়। এসময় একই দিক থেকে আসা ট্রাক্টর পাখিভ্যানকে ধাক্কা দিলে তিনি সড়কে লুটিয়ে পড়ে গুরুতর আহত হয়। খবর পেয়ে দর্শনা ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান এ তথ্য নিশ্চিত করে জানান, দুর্ঘটনাকবলিত ট্রাক্টরটি পুলিশ হেফাজতে নিয়েছে।

বাংলাদেশ সময়: ০৬১৬ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৯
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।