ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

রাজধানীতে মাদকসহ আটক ৮

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৭ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৯
রাজধানীতে মাদকসহ আটক ৮

ঢাকা: রাজধানীর কেরানীগঞ্জ, কামরাঙ্গীরচর ও কদমতলী এলাকা থেকে ইয়াবা, ফেনসিডিল, হেরোইনসহ আটজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) র‌্যাব-১০ থেকে পাঠানো প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আটকরা হলেন- কেরানীগঞ্জের সুমনা (৩০), শাহজাদা (৪২) ও শওকত হোসেন (৩৪)।

কামরাঙ্গীরচরের বাবু (২৪)। কদমতলীর কামরুজ্জামান সম্রাট (২২), রাজু (২৩), কামরুল ইসলাম (২৪) ও এক কিশোর।

এতে বলা হয়, বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিকেলে ঢাকার কেরানীগঞ্জের পটকাজোড় এলাকায় র‌্যাব-১০ এর একটি দল অভিযান চালায়।   এসময় ১৭ বোতল ফেনসিডিল, তিনটি মোবাইল ও ১৪ হাজার টাকাসহ তিন জনকে আটক করে।  একইদিন দুপুরে কামরাঙ্গীরচর এলাকায় র‌্যাব-১০ অভিযান চালায়। অভিযানে ২০ পিস ইয়াবাসহ একজনকে আটক করে। এছাড়া বুধবার (১৩ নভেম্বর) রাতে রাজধানীর কদমতলীর গোয়ালবাড়ী এলাকায় র‌্যাব-১০ এর একটি দল অভিযান চালায়। অভিযানে চারজনকে অটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১০ পুরিয়া হেরোইন, ৪০ পিস ইয়াবা, চারটি মোবাইল ও নগদ এক হাজার ৭০০ টাকা জব্দ করা হয়।

আটকদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানিয়েছে র‌্যাব।

বাংলাদেশ সময়: ০৬৪৫ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৯
এমএমআই/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।