ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

বোয়ালমারীতে মেয়ের বাল্যবিয়ে আয়োজনের দায়ে বাবার জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫৭ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৯
বোয়ালমারীতে মেয়ের বাল্যবিয়ে আয়োজনের দায়ে বাবার জরিমানা

ফরিদপুর: ফরিদপুরের বোয়ালমারীতে মেয়ের বাল্যবিয়ে আয়োজনের দায়ে কিশোরীর (১৪) বাবা মানিক মাতুব্বরকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (১৫ নভেম্বর) বিকেলে আদালতের বিচারক নির্বাহী হাকিম ও বোয়ালমারী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঝোটন চন্দ এ রায় দেন।

আদালত সূত্রে জানা গেছে, উপজেলার পরশ্বেরদী ইউনিয়নের শ্রীনগর গ্রামে সপ্তম শ্রেণির কিশোরী মেয়ের সঙ্গে একই উপজেলার চতুল ইউনিয়নের হাসমদিয়া গ্রামের তরুন সজিন মোল্লার (১৯) বিয়ের আয়োজন করা হয়।

গোপন খবর পেয়ে জুম্মার নামাজের পর সেখানে হাজির হয় ভ্রাম্যমাণ আদালত। পরে বিয়ে বন্ধ করে মেয়ের বাবা মানিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় মেয়ের বয়স ১৮ না হওয়া পর্যন্ত এ বিয়ে দেবেন না এবং ১৮ বছর না হওয়া পর্যন্ত বর ওই কিশোরীকে বিবাহ করবেন না মর্মে মুচলেকাও নেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।