ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

মাইলস্টোন কলেজে শুভ সংঘের উৎসব

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫২ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৯
মাইলস্টোন কলেজে শুভ সংঘের উৎসব

ঢাকা: রাজধানীর মাইলস্টোন কলেজে অনুষ্ঠিত শুভ সংঘের উৎসবে শুভ কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষার্থীরা।

শনিবার (১৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরের মেইন ক্যাম্পাসে অনুষ্ঠিত উৎসবের শুরুতে তারা এ প্রত্যয় ব্যক্ত করেন। সমাজকে আলোকিত ও পরিবর্তন করতে পাঠকপ্রিয় দৈনিক কালের কণ্ঠের পাঠক সংগঠন শুভ সংঘ এ উৎসবের আয়োজন করে।

 

কলেজের অডিটোরিয়ামে কালের কণ্ঠ শুভ সংঘ মাইলস্টোন কলেজ শাখার নতুন কমিটির পরিচিতি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শনিবার সকাল সাড়ে ১০টায় শুরু হয়। অনুষ্ঠানের শুরুতে সব শুভ কাজে পাশে থাকার অঙ্গীকার করেন মাইলস্টোন কলেজের ছয় শতাধিক শিক্ষার্থী।

অনুষ্ঠঅনে উপস্থিত শিক্ষার্থী ও অতিথিরা।  ছবি: জিএম মুজিবুর

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন কালের কণ্ঠ সম্পাদক এবং ইস্ট-ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেডের পরিচালক কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন। অতিথি হিসেবে উপস্থিত- কলেজের অধ্যক্ষ লেফট্যানেন্ট কর্নেল (অব.) কামাল উদ্দিন ভূঁইয়া, উপাধ্যক্ষ মিজানুর রহমান। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- শুভ সংঘ পরিচালক জাকারিয়া জামান, কেন্দ্রীয় সভাপতি মো. সাদেকুল ইসলাম, দপ্তর সম্পাদক সোহেল রানাসহ কলেজের শিক্ষক ও শুভ সংঘের বন্ধুরা।  

অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।        

বাংলাদেশ সময়: ১০৫১ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৯
টিএম/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।