ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

চান্দিনায় নসিমনচালকের মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৮ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৯
চান্দিনায় নসিমনচালকের মরদেহ উদ্ধার

কুমিল্লা: কুমিল্লার চান্দিনা উপজেলায় বাড়ির পাশ থেকে জাকির হোসেন (৪৮) নামে এক নসিমনচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৬ নভেম্বর) সকালে উপজেলার শ্রীমন্তুপুর মধ্যপাড়া এলাকা থেকে মরদেহটি উদ্বার করা হয়। নিহত জাকির হোসেন ওই এলাকার আব্দুল হাকিমের ছেলে।

নিহতের বড় ভাই বাচ্চু মিয়া জানান, পাঁচ ভাইয়ের মধ্যে জাকির হোসেন চতুর্থ। সারাদিন নসিমন চালানোর পর প্রতিদিনের মতো শুক্রবার (১৫ নভেম্বর)  সন্ধ্যার পর রাতের খাবার শেষে বাড়ির পাশের চা দোকানে যায়। তারপর থেকে আর কোনো খোঁজ মিলেনি তার। শনিবার সকালে বাড়ি সংলগ্ন একটি ডোবার পাশে হাত-পা বাঁধা ও গলায় রশি পেঁচানো অবস্থায় জাকিরের মরদেহ দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে।

চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল ফয়সল বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১১৩৭ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৯
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।