ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

গাজীপু‌রে নি‌খোঁ‌জ শিশুর মর‌দেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩১ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৯
গাজীপু‌রে নি‌খোঁ‌জ শিশুর মর‌দেহ উদ্ধার

গাজীপুর: নি‌খোঁ‌জ হওয়ার ছয়দিন পর গাজীপুর সদর উপজেলায় মু‌নিয়া (৫) নামে একটি শিশুর মর‌দেহ উদ্ধার ক‌রে‌ছে পু‌লিশ।

শ‌নিবার (১৬ ন‌ভেম্বর) সকাল ১১টার দি‌কে উপজেলার ম‌নিপুর ম‌ধ্যেপাড়া এলাকা থে‌কে শিশুটির মর‌দেহ উদ্ধার করা হয়। মু‌নিয়া ওই এলাকার মঞ্জুর হো‌সে‌নের মে‌য়ে।

বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন জয়‌দেবপুর থানার উপ-প‌রিদশর্ক (এসআই) মো. বা‌ছেদ মিয়া।

তিনি জানান, ১০ ন‌ভেম্বর (রোববার) ম‌নিপুর ম‌ধ্যেপাড়া এলাকার নিজ বা‌ড়ি থে‌কে নি‌খোঁজ হয় শিশু মু‌নিয়া। প‌রে  অনেক খোঁজাখু‌জি ক‌রেও শিশুটি‌কে পাওয়া যায়‌নি। একপর্যা‌য়ে এলাকায় মাই‌কিং ও থানায় সাধারণ ডায়েরি ক‌রে মুনিয়ার প‌রিবার। ‌তা‌কে খুঁজে পে‌তে মু‌নিয়ার মা ব‌নের ভেতর এক‌টি মোরগ ছে‌ড়ে দেওয়ার মানত করেন। শ‌নিবার সকা‌লে মু‌নিয়ার মা ম‌নিপুর ম‌ধ্যেপাড়া এলাকায় এক‌টি ব‌নের ভেতর ওই মোরগ ছে‌ড়ে দি‌তে যায়। এ সময় সেখানে বাম হাত, বাম পা ও মাথা বি‌চ্ছিন্ন অবস্থায় মু‌নিয়ার মর‌দেহ প‌ড়ে থাক‌তে দে‌খে তি‌নি। প‌রে খবর পে‌য়ে পুলিশ মর‌দেহ উদ্ধার ক‌রে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মে‌ডি‌ক্যাল ক‌লেজ হাসপাতাল ম‌র্গে পাঠা‌য়।

পুলিশের ধারণা, মু‌নিয়া‌কে দুর্বৃত্তরা ৪/৫ দিন আ‌গেই হত্যা ক‌রে মর‌দেহ ওইস্থা‌নে ফে‌লে দিয়েছে। তবে, বিষয়‌টি তদন্ত ক‌রে দেখা হ‌চ্ছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৩২৩ ঘণ্টা, ন‌ভেম্বর ১৬, ২০১৯
আরএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।