ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

বলেশ্বর নদীতে ডুবে কিশোরের মৃত্যু

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৫ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৯
বলেশ্বর নদীতে ডুবে কিশোরের মৃত্যু

পাথরঘাটা(বরগুনা): বরগুনার পাথরঘাটার চরদুয়ানী এলাকার একটি খাল থেকে মো. সবুজ (১৭) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১৭ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত মো. সবুজ পার্শ্ববর্তী মঠবাড়িয়া উপজেলার গোলবুনিয়া এলাকার জাকির হোসেনের ছেলে।

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুদ্দিন বাংলানিউজকে বলেন, সবুজ, রাজু ও বশির নামে তিন কিশোর বলেশ্বর নদীতে মাছ ধরতে যায়। রাতের কোনো এক সময় নৌকায় ঘুমিয়ে পড়লে ঘুমন্ত অবস্থায় তাদের নৌকা ডুবে যায়। এসময় অন্যরা তীরে উঠে এলেও সবুজ তলিয়ে যায়।  

পরে রাত সাড়ে ১১টার দিকে খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। সোমবার (১৮ নভেম্বর) দুপুর ১২টার দিকে ময়না-তদন্তের জন্য বরগুনা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৫২১ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।