ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

নারায়ণগঞ্জে কিশোরী নিখোঁজ, থানায় জিডি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১৯ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৯
নারায়ণগঞ্জে কিশোরী নিখোঁজ, থানায় জিডি

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের বন্দরে বাড়ি থেকে বের হয়ে ফাহিমা (১৬) নামে এক কিশোরী নিখোঁজ হয়েছেন। 

রোববার (১৭ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় বন্দর থানার মদনপুর এলাকা থেকে তিনি নিখোঁজ হন।  

সোমবার (১৮ নভেম্বর) নিখোঁজ কিশোরীর বড় ভাই পারভেজ বাদী হয়ে বন্দর থানায় নিখোঁজ সাধারণ ডায়রি (জিডি) করেছেন।

জানা যায়, বন্দর থানার মদনপুরের খোকা মিয়ার বাড়ির ভাড়াটিয়া মৃত জিলাই মিয়ার মেয়ে ফাহিমা আক্তার রোববার বেলা সাড়ে ১১টায় বাড়ি থেকে বের হয়ে আর বাড়িতে ফেরেননি। অনেক খোঁজাখুঁজি করেও ফাহিমার কোনো সন্ধান না পেয়ে তার বড় ভাই বাদী হয়ে বন্দর থানায় নিখোঁজ জিডি দায়ের করেন।  

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, জিডি পেয়ে নিখোঁজ কিশোরীকে উদ্ধারের জন্য পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে।    

বাংলাদেশ সময়: ২১১৮ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৯
এবি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।