ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

মেহেরপুরে ফেনসিডিলসহ তিন মাদক কারবারি আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৩ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৯
মেহেরপুরে ফেনসিডিলসহ তিন মাদক কারবারি আটক

মেহেরপুর: ৩০ বোতল ফেনসিডিল ও একটি মটরসাইকেলসহ তিন মাদক কারবারিকে আটক করেছে গাংনী থানা পুলিশ।

সোমবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ৭টায় গাংনী উপজেলার তেরাইল গ্রাম থেকে তাদের আটক করা হয়।

আটক তিনজন হলেন- উপজেলার তেঁতুলবাড়িয়া ইউপির সীমান্ত এলাকা সহড়াতলা গ্রামের তানভীর (২০), মাসুম রানা (২২) ও আলিফ আল আফরোজ (২০)।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবাইদুর রহমান জানান, তেরাইল গ্রামের মধ্য দিয়ে ফেনসিডিল পাচার করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি টের পেয়ে মটরসাইকেল যোগে পালানোর সময় এ তিনজনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করার পর আদালতে তোলা হবে।

বাংলাদেশ সময়: ০২৩৩ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৯
এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।