ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

শাহজাদপুরে ইয়াবাসহ ২ বিক্রেতা আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৮ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৯
শাহজাদপুরে ইয়াবাসহ ২ বিক্রেতা আটক

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা থেকে ৮০৭ পিস ইয়াবাসহ দুই মাদকবিক্রেতাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা। 

মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুরে সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানান র‌্যাব-১২ সিরাজগঞ্জ ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এএসপি মো. খলিলুর রহমান।

আটকরা হলেন- শাহজাদপুর উপজেলার ভাটপাড়া গ্রামের আলমগীর হায়দারের ছেলে তানজিল হায়দার রাসেল (২৭) ও মৃত নবী হোসেনের ছেলে জুয়েল রানা (৩৮)।

 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১৮ নভেম্বর) রাতে বগুড়া-পাবনা মহাসড়কের বাঘাবাড়ী ব্রিজের দক্ষিণ পাশে পাকা রাস্তার ওপর অভিযান চালিয়ে ওই দু’জনকে আটক করা হয়। সেসময় তাদের কাছ থেকে ৮০৭ পিস ইয়াবা ও দু’টি মোটরসাইকেল জব্দ করা হয়। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৪১৫ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।