ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

সিংড়ায় বেশি দামে লবণ বিক্রি: দুই জনকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৭ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৯
সিংড়ায় বেশি দামে লবণ বিক্রি: দুই জনকে জরিমানা ভ্রাম্যমাণ আদালতের অভিযান। ছবি: বাংলানিউজ

নাটোর: নাটোরের সিংড়া উপজেলায় গুজব ছড়িয়ে বেশি দামে লবণ বিক্রির দায়ে দুই জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) সুশান্ত কুমার মাহাতো বিভিন্ন বাজারে অভিযান চালিয়ে দুই ব্যবসায়ীকে মোট ৮ হাজার টাকা জরিমানা করেন।  

জরিমানাপ্রাপ্তরা হলেন- সিংড়া শহর বাজারের মুদি ব্যবসায়ী সুশীল সাহা (৪৫) ও বামিহালের দূর্গাপুর এলাকার মানিক হোসেন (৪০)।

 

সিংড়ার ইউএনও সুশান্ত কুমার মাহাতো বাংলানিউজকে জানান,
লবণের কেজি ২শ’ টাকা হবে হঠাৎ এমন গুজব ছড়িয়ে পড়ে সিংড়ার বিভিন্ন হাটে-বাজারে। এসময় লবণ কিনতে বিভিন্ন দোকানে ভিড় করতে থাকেন সাধারণ মানুষ। মুহূর্তের মধ্যে ৩০ টাকা কেজির লবণ ১০০ টাকায় বিক্রি শুরু করেন ব্যবসায়ীরা।  

পরে খবর পয়ে সিংড়া শহরের বাজারে অভিযান পরিচালনা করে সুশীল সাহাকে ৫ হাজার টাকা এবং বামিহালের দূর্গাপুরে মানিক হোসেন নামে এক ব্যবসায়ীকে ৩ হাজার টাকা জরিমানা করা হয। এসময় গুজবে কান না দেওয়ার জন্য বিভিন্ন বাজারে পথসভা করা হয়।

বাংলাদেশ সময়: ১৯০৩ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।