ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

ঝালকাঠিতে লবণের দাম বাড়ার গুজব, প্রশাসনের সংবাদ সম্মেলন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৯ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৯
ঝালকাঠিতে লবণের দাম বাড়ার গুজব, প্রশাসনের সংবাদ সম্মেলন দাম বাড়ার গুজবে লবণ কেনার হিড়িক।

ঝালকাঠি: ঝালকাঠিতে মঙ্গলবার (১৯ নভেম্বর) হঠাৎ লবণের দাম বাড়ার গুজব ছড়িয়ে পড়ে। এতে জনসাধারণের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। তারা দোকানগুলোতে ভিড় জমায় ও বেশি পরিমাণে লবণ কিনতে শুরু করেন।

মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ে জরুরী সংবাদ সম্মেলনে জানানো হয়, লবণের দাম বাড়ার কোনো আশঙ্কা নেই।

এসময় সেখানে উপস্থিত লবণ মিল মালিকরা জানান, তারা স্থানীয়ভাবে উৎপাদিত আয়োডাইজড লবণ পাইকারি ১২ টাকা ও খুচরা ১৫ টাকায় খোলা বাজারে বিক্রি করছেন।

এদিকে, প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হয়েছে এবং জেলা ও উপজেলায় মোট ছয়টি মোবাইল কোর্ট নামানো হয়েছে।

সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক মো. জোহর আলী বলেন, দেশে বর্তমানে দুই বছরের চাহিদার সমপরিমাণ লবণ মজুদ রয়েছে।  

বাংলাদেশ সময়: ১৯০৯ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৯
এমএস/এফএম 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।