ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

বেশি দামে লবণ বিক্রি: ২ ব্যবসায়ীর অর্থদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩০০ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৯
বেশি দামে লবণ বিক্রি: ২ ব্যবসায়ীর অর্থদণ্ড

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের কামারখন্দে অতিরিক্ত দামে লবণ বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

মঙ্গলবার (১৯ নভেম্বর) রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক জাহাঙ্গীর আলম এ জরিমানা করেন।  

এর আগে সন্ধ্যার দিকে জামতৈল ও পাইকোশা বাজারে অভিযান চালিয়ে ওই দুই লবণ বিক্রেতাকে আটক করে ভ্রাম্যমাণ আদালত।

 

জরিমানাপ্রাপ্তরা হলেন- জামতৈল বাজারের ব্যবসায়ী সদর উপজেলার ধুকুরিয়া গ্রামের গোলাম হোসেনের ছেলে জহুরুল ইসলাম ও পাইকোশা বাজারের ব্যবসায়ী কামারখন্দ উপজেলার কোনাবাড়ী গ্রামের হাসান আলীর ছেলে আব্দুল হাকিম।  

জাহাঙ্গীর আলম জানান, লবণের দাম বৃদ্ধির অযুহাতে অসাধু ব্যবসায়ী অতিরিক্ত দামে লবণ বিক্রি করছে। গোপন সংবাদের ভিত্তিতে জামতৈল ও পাইকোশা বাজারে অভিযান চালিয়ে ওই দুই ব্যবসায়ীকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে জহুরুল ইসলামকে ৪০ হাজার ও আব্দুল হাকিমকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। লবণসহ ভোগ্যপণ্য অতিরিক্ত দামে বিক্রি রোধে এ অভিযান অব্যাহত থাকবে।  

বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।